বিএনপি সদস্যরা নিজেরাই তাদের দলীয় কার্যালয় তালা দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, কেনো দলটি অফিস খুলছে না, সেটি তারাই ভালো বলতে পারবেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৮ অক্টোবের ঘটনায় ভর্তি রোগীদের দেখতে এসে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, বিএনপি অফিস খুলে কার্যক্রম শুরু করা নিয়ে পুলিশের কোনো বাধা নেই। তবে অবরোধের নামে দেশব্যাপী যে অগ্নিসংযোগ চালানো হচ্ছে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতালে ভর্তি আহত বাস শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়ারও আশ্বাস দেন ডিএমপি কমিশনার।সি/২৪
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৮ অক্টোবের ঘটনায় ভর্তি রোগীদের দেখতে এসে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, বিএনপি অফিস খুলে কার্যক্রম শুরু করা নিয়ে পুলিশের কোনো বাধা নেই। তবে অবরোধের নামে দেশব্যাপী যে অগ্নিসংযোগ চালানো হচ্ছে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতালে ভর্তি আহত বাস শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়ারও আশ্বাস দেন ডিএমপি কমিশনার।সি/২৪