মেয়েরা বিয়ের পর সহবাস না করলে কি সমস্যা হতে পারে

মেয়েরা বিয়ের পর সহবাস না করলে কি হয় ?

আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০৫:২৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০৫:২৩:৫৯ অপরাহ্ন
কারন সহবাস একবার হয়ে যাওয়ার পর সহবাস না করলে অনেক টা সমস্যার সন্মখিন হতে পারে যেমন

নিয়মিত সহবাস করলে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু সহবাস না করার ফলে কয়েক দিন পর পর জর, ছর্দি, এইধরনের সমস্যার সন্মখিন হতে পারেন।

সহবাস করার পর বন্ধ করে দিলে যোনির ত্বক টা পাতলা হয়ে যায়। এতে অনেক দিন পর আবারো সহবাস করা হয়, তাহলে মেয়েদের যোনির ত্বকে সমস্যা হতে পারে ।

* মাথা ভারি ভারি অনুভব হয়, মাথা ঝিম ধরে।

* মাথা চক্কর দেয়।

* ঘাড় ও মাথা ব্যাথা করে।

* মাতলামি ভাব দেখা দিতে পারে।

* সময়ে সময়ে পাগল হয়ে যায়।

* মন-মেজাজ থাকে উগ্র।

* শরীরে এক প্রকার অসহ্য জ্বালা অনুভব হয়।

মেয়েদের মেন্সের সময় বেদনা হতে পারে।
সময় মতে সেক্স না করলে হার্টের সমস্যা দেখা দিতে পারে ।
মানসিক ভাবে অনেক সমস্যার সন্মখিন হতে পারে। যেমন মাথাব্যথা, চিন্তা, ঘুম না হওয়া সমস্যা।
স্বামী- স্ত্রীর মাজে সম্পর্কর কিছু টা হলেও সমস্যা হতে পারে। যেমন, অন্যর প্রতি আকর্ষণ বা মন দুর্বল হয়ে যাওয়া।

মনে রাখবেন শরীরের জন্য খাওয়া দাওয়া যেমন দরকার তেমনি সেক্স বা সহবাসও অনেক দরকারি।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩