নাশকতা মামলায় বিএনপি নেতা রবিউলসহ ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে

আপলোড সময় : ৩০-১০-২০২৩ ০৪:৪৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৩ ০৪:৪৫:৪৩ অপরাহ্ন
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৩ (বাসস) - ২০১৩ সালে নগরীর কলাবাগান থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি নেতা রবিউল আলম রবি এবং অন্য নয়জনকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

মামলার অন্য আসামিরা হলেন- শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী মাসুদ, এলিন ও শহিদুল হক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ২৬ অক্টোবর কলাবাগান থানার উপ-পরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে পুলিশকে লক্ষ্য করে বেআইনি সমাবেশ ও ককটেল বোমা বিস্ফোরণের অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩