বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ

আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০২:৪৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৩ ০২:৪৮:০৭ অপরাহ্ন
বিএনপির হরতালের দিন রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সকালে সেখানে সিআইডির কর্মকর্তাদের আলামত সংগ্রহ করতে দেখা যায়।

পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, 'যেহেতু নয়াপল্টন ও আশপাশ এলাকায় অরাজকতা হয়েছে, পুরো অঞ্চলটিকেই ক্রাইম সিন অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।'

পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি বলেন, 'গতকালের সহিংসতায় এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।'som/kal

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩