ইসরায়েলে গত ৭ অক্টোবর রকেট হামলা চালায় হামাস। এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এ কারণে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করছেন ইসরায়েলের ৮০ ভাগ জনগণ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সাম্প্রতিক এক জরিপ থেকে এই তথ্যই পাওয়া গেছে।
ডেইলি মারিভ নামের ইসরায়েলি একটি সংবাদমাধ্যমের করা মতামতভিত্তিক জরিপ থেকে জানা যায়, এই মুহুর্তে গাজায় স্থল হামলা চালানো উচিৎ বলে মনে করেন ইসরায়েলের ৬৫ ভাগ জনগণ। তবে ২১ ভাগ মনে করেন, এখনই স্থল হামলা চালানো উচিৎ নয়। আর ৮০ ভাগ মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে অবশ্যই দায় নিতে হবে।
এই ৮০ শতাংশের মধ্যে গত নির্বাচনে নেতানিয়াহুকে ভোট দেওয়া ব্যক্তিরাও আছেন। মাত্র ৮ ভাগ মনে করেন, নেতানিয়াহুকে দায় দেওয়া যাবে না।
পূর্ব জেরুজালেম থেকে অ্যালান ফিসার নামের আল জাজিরার সাংবাদিক বলেন, 'এই তথ্য নেতানিয়াহুর জন্য ভালো কোনো খবর নয়। যদিও তিনি বিশ্বের বড় বড় নেতাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন, তাদের সমর্থন নিতে চাইছেন। কিন্তু ইসরায়েলেই কিন্তু বেশির ভাগ মানুষ তার বিরোধী।'
এদিকে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া গাজার প্রাচীনতম গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় চার্চ অব সেন্ট পরফিরিয়াসে ওই হামলা চালানো হয়। হামলায় গির্জাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকজন হতাহত হয়েছে।
উপত্যকার গাজা সিটিতে গ্রিক অর্থোডক্স সেন্ট পরফিরিয়াস চার্চটি অবস্থিত। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর খ্রিস্টান ও মুসলিম ফিলিস্তিনিরা গ্রিক অর্থোডক্স গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন। গত মঙ্গলবার এই গির্জার অদূরে অবস্থিত আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০০ জন নিহত হয়। গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর বিভিন্ন গির্জা ও হাসপাতালে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন।
১৩ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার। আহত সাড়ে ১২ হাজার। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি। এমন পরিস্থিতিতে গাজায় স্থল অভিযানের লক্ষ্যে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইসরায়েল।
ডেইলি মারিভ নামের ইসরায়েলি একটি সংবাদমাধ্যমের করা মতামতভিত্তিক জরিপ থেকে জানা যায়, এই মুহুর্তে গাজায় স্থল হামলা চালানো উচিৎ বলে মনে করেন ইসরায়েলের ৬৫ ভাগ জনগণ। তবে ২১ ভাগ মনে করেন, এখনই স্থল হামলা চালানো উচিৎ নয়। আর ৮০ ভাগ মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে অবশ্যই দায় নিতে হবে।
এই ৮০ শতাংশের মধ্যে গত নির্বাচনে নেতানিয়াহুকে ভোট দেওয়া ব্যক্তিরাও আছেন। মাত্র ৮ ভাগ মনে করেন, নেতানিয়াহুকে দায় দেওয়া যাবে না।
পূর্ব জেরুজালেম থেকে অ্যালান ফিসার নামের আল জাজিরার সাংবাদিক বলেন, 'এই তথ্য নেতানিয়াহুর জন্য ভালো কোনো খবর নয়। যদিও তিনি বিশ্বের বড় বড় নেতাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন, তাদের সমর্থন নিতে চাইছেন। কিন্তু ইসরায়েলেই কিন্তু বেশির ভাগ মানুষ তার বিরোধী।'
এদিকে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া গাজার প্রাচীনতম গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় চার্চ অব সেন্ট পরফিরিয়াসে ওই হামলা চালানো হয়। হামলায় গির্জাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকজন হতাহত হয়েছে।
উপত্যকার গাজা সিটিতে গ্রিক অর্থোডক্স সেন্ট পরফিরিয়াস চার্চটি অবস্থিত। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর খ্রিস্টান ও মুসলিম ফিলিস্তিনিরা গ্রিক অর্থোডক্স গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন। গত মঙ্গলবার এই গির্জার অদূরে অবস্থিত আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০০ জন নিহত হয়। গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর বিভিন্ন গির্জা ও হাসপাতালে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন।
১৩ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার। আহত সাড়ে ১২ হাজার। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি। এমন পরিস্থিতিতে গাজায় স্থল অভিযানের লক্ষ্যে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইসরায়েল।