ইসরায়েলের হামলায় গাজা এখন মৃত্যুপুরী। একের পর এক বোমা পড়ছে অবরুদ্ধ সেই উপত্যাকায়। ক্রন্দনে ভারী হয়ে আছে আকাশ-বাতাস। সাথে নেই প্রয়োজনীয়, খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা। মানবেতর শব্দটার চেয়েও যেন বেশি মানবেতর গাজার জীবন।
সবশেষ তথ্য অনুযায়ী, ৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি হামলায়। আহত হয়েছেন প্রায় ১৪ হাজার। শিশু সুরক্ষা নিয়ে কাজ করা 'সেভ দ্য চিলড্রেন' জানিয়েছে, প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে গাজায়।
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেছেন। এই তালিকাায় আছেন, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, ইফতিখার আহমেদ, উসামা মিররা।
বিশ্বকাপ দলে না থাকা নোমান আলী, আমির ও ইয়ামিনরাও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পোস্ট করেছেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন আজহার আলী, কামরান আকমলরা।
সবশেষ তথ্য অনুযায়ী, ৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি হামলায়। আহত হয়েছেন প্রায় ১৪ হাজার। শিশু সুরক্ষা নিয়ে কাজ করা 'সেভ দ্য চিলড্রেন' জানিয়েছে, প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে গাজায়।
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেছেন। এই তালিকাায় আছেন, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, ইফতিখার আহমেদ, উসামা মিররা।
বিশ্বকাপ দলে না থাকা নোমান আলী, আমির ও ইয়ামিনরাও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পোস্ট করেছেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন আজহার আলী, কামরান আকমলরা।