রুহুল কুদ্দুস তালুকদার দুলু কারাগারে

আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৬:২৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৬:২৫:০১ অপরাহ্ন
ঢাকা মহানগর হাকিম আদালত বুধবার প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠিয়েছে এবং কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় আরও ১১ জনকে দুই দিনের রিমান্ডে দিয়েছে।

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় পুলিশ ১২ জনকে আদালতে হাজির করে এবং দুলুকে কারাগারে রাখার আবেদন করলে মহানগর হাকিম মোঃ আলী হায়দার এই আদেশ দেন।

এছাড়া বাকি ১১ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে রাখার আবেদন জানায় পুলিশ।

রিমান্ডে নেওয়া ১১ আসামি হলেন-ভোলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আবির ইসলাম, মোঃ তাজ মোহাম্মদ খান মামুন, মোঃ শিমুল বিশ্বাস, মোঃ সোহেল, মোঃ মোস্তাক হোসেন মুন্না, আব্দুল মান্নান শেখ বাবু, মাকসুদুর রহমান, গোলাম মোস্তফা ও মো. শাহিনুর রহমান।

মামলার নথি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত ১৭ অক্টোবর বাড্ডায় বৈঠাখালী ৩০ ফুট রোড এলাকায় বিশেষ অভিযান চালায়।New/Age

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩