পরীমনির তিন টাকার বিয়ে ছিলো ৫ মাস

আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৪:৩৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৪:৩৩:৩৬ অপরাহ্ন
অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে ২০২০ সালের ৯ মার্চ রাতে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। পরে পাঁচ মাসের মাথায়ই শোনা যায় সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বিয়ের খবর জানিয়েছিলেন ঠিক এভাবে- 'জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা'।

এরপর একই বছরের আগস্টে বিচ্ছেদের পর নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও রনির সঙ্গে কখনো কোনো ছবি পোস্ট করেননি পরীমনি। শুধু তা-ই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও বরাবরই এড়িয়ে গেছেন তিনি।

বিয়ের পর তিন টাকা দেনমোহরের বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেছিলেন -'অনেক হিসাবনিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে-এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাও অনেক গুরুত্বপূর্ণ। এটার ওপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়।'

এর আগেও ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশ্যে আসে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। পরে তা ভেঙেও যায়। তার আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন পরীমনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩