টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান

আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ০১:০৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৩ ০১:০৫:৫৭ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সিরিজের পর বাদ পড়ার কথা ছিলো মুশফিকুর রহিমেরও। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।

রিয়াদের বাদ পড়ার সিরিজে বাদ পড়ার কথা ছিল মুশফিকেরও। কিন্ত শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। এরপর থেকেই নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন মুশফিক।

সেই সময়ের কথা স্মরণ করে সাকিব বলেন, ‘রিয়াদ ভাই ইংল্যান্ডের সাথে ৩য় ওয়ানডে খেলে বাদ পড়ে। ওই সিরিজের শেষ ম্যাচের কথা আমার খুব ভালোভাবে মনে আছে। রিয়াদ ভাই এবং মুশফিক ভাই দুজনই ওই সিরিজের পর বাদ পড়তো। দুজনেরই লাস্ট ইনিংস ছিলো। আমি অন্তত ড্রেসিংরুমে জানতাম। যে খারাপ করবে, বাদ পড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মুশফিক ভাইয়ের ওই সময়টা ভালো যাচ্ছিল না। ভাগ্য ভালো যে, মুশফিক ভাই ৭০ রান করেন। পরবর্তী সিরিজ থেকে তিনি ছয়ে ব্যাটিং করেন এবং আলহামদুলিল্লাহ রান করতে শুরু করেন। রিয়াদ ভাই ঐ ইনিংসে ভালো করতে পারেনি। তারপর থেকে রিয়াদ ভাই বাদ পড়ে।’

অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে। তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠালো, আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই। আমার কিছু বলার ও ছিল না। সবাই বলতেছে আমি নাকি রিয়াদ ভাইকে নেইনি! এইসব হাস্যকর কথা।’


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩