৪ জনের মৃত্যুর দায় অবৈধ লাইন গ্রহণকারীকেই নিতে হবেঃ মেয়র আতিক

আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ০৭:৫৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ০৭:৫৬:০০ অপরাহ্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মিরপুরে সড়কের পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যুর দায় অবৈধ লাইন গ্রহণকারীকেই নিতে হবে। এর দায় সিটি করপোরেশনের নেই।

রোববার (২৪ সেপ্টম্বর) নগর ভবনে আয়োজিত এক আর্ট ক্যাম্পেইনে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, দেড় মাস আগেই অবৈধ লাইন অপসারণ করা হয়েছিলো। কেনো সেখানে অবৈধ লাইন নেয়া হয়েছে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জলাবদ্ধতার বিষয়ে মেয়র বলেন, খালগুলো দখল হয়ে যাওয়ায় এই অবস্থা। সরকারি অনেক সংস্থাও খাল দখল করেছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের গাফিলতি নেই। আমরা এ বিষয়ে কাজ করছি।
 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩