টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০৫:২০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০৫:২০:০১ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দুপুরে স্কুইব রোডের কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামের উত্তরপাশ এবং ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ বাউন্ডারি সংলগ্ন এলাকা থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে কারখানার নিজস্ব দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৪টি ইউনিট ও উত্তরা দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের গুদামে গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়াও গুদামের উত্তরপাশে কিছু ওষুধ তৈরির কাঁচামাল রাখা হয়েছিল। টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। গাজীপুর,juga/or




 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩