দীর্ঘ আট মাস পর ট্রেন চলাচল শুরু হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীদের মধ্যে ফিরেছিলো স্বস্তি। তবে ভাড়া বৃদ্ধির খবরে বিষ্মিত ও অস্বস্তিকর যাত্রীরা। পূর্ব ঘোষণা ছাড়াই এ রুটে বাড়তি ভাড়া আদায় হচ্ছে ২০ টাকা করে। রেলওয়ে কর্তৃপক্ষ অবকাঠামোর দোহাই দিলেও মানতে নারাজ শিক্ষার্থীসহ নিম্ন আয়ের মানুষ। পদ্মা সেতুর রেল সংযোগ কাজের জন্য ৮ মাস বন্ধ রাখা হয় নারায়ণগঞ্জ থেকে কমলাপুর স্টেশনের ১৬ কিলোমিটার দূরত্বের রেলপথের ট্রেন চলাচল। ১ আগস্ট ফের ট্রেন চলাচল শুরু হলেও কোন ঘোষণা ছাড়াই ৫ টাকা ভাড়া বাড়িয়ে ২০ টাকা করে নেয়া হচ্ছে। সেই সাথে আগে স্টেশন ভেদে আলাদা ভাড়া আদায় করা হলেও এখন সব স্টেশনেই একই ভাড়া করায় বিপাকে পড়েছে যাত্রিরা। এ নিয়ে সরব হয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নানা কর্মসূচি পালন করছে। অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার, ট্রেনের সংখ্যা ও বগি বাড়ানো বিভিন্ন দাবিতে সোচ্চার তারা। পরিবহন মালিকদের সুবিধা দিতেই ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম থেকে শেষ স্টেশনের একই ভাড়া দিতে অপরাগতা জানাচ্ছেন যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, টয়লেট, ফ্যান ও বৈদ্যুতিক বাতির সুবিধা থাকা ও কমিউটার ট্রেনে নূন্যতম ভাড়া ২০ টাকা ধার্য করা হয়েছে। সচেতন মহল বলছেন, ন্যুনতম ভাড়ার দোহাই না দিয়ে কিলোমিটার ভেদে ভাড়া নির্ধারণ করা উচিত।sa