ত্রীর কাছ থেকে স্বামী /স্বামীর কাছ থেকে ত্রী জাকাত নিতে পারবে— কি সঠিক?

আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০৯:২৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০৯:২৯:২৯ অপরাহ্ন
আপনার জিজ্ঞাসা স্ত্রীর কাছ থেকে স্বামী জাকাত নিতে পারবে—কথাটি কি সঠিক? নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ৩০৮০তম পর্বে একজন জানতে চেয়েছেন, স্ত্রীর কাছ থেকে স্বামী জাকাত নিতে পারবে—কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার। প্রশ্ন : স্বামীর কাছ থেকে জাকাত নিতে পারবে না কিন্তু স্ত্রীর কাছ থেকে স্বামী জাকাত নিতে পারবে—কথাটি কি সঠিক? উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনি জানতে চেয়েছেন যে, স্বামীর কাছ থেকে স্ত্রী জাকাত নিতে পারবে না এই বক্তব্য সঠিক কি না। হ্যাঁ, অবশ্যই এই বক্তব্যটি সঠিক। স্ত্রীর সব দায়িত্ব যেহেতু স্বামীর ওপর সেহেতু তার থেকে জাকাত নেবার সুযোগ নেই। স্ত্রীর প্রয়োজন তো স্বামী পূরণ করবে। তাহলে জাকাত কেন আসবে! স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর অধিকার নিশ্চিত করা হয়েছে। এই কারণে স্বামীর কাছ থেকে স্ত্রী জাকাত নিতে পারবেন না। এবার দ্বিতীয় প্রশ্নতে আসি। পরের কথাটি হলো, স্বামী তার স্ত্রীর কাছ থেকে জাকাত নিতে পারবে কি না। হ্যাঁ পারবে। স্বামী যদি অভাবী হন তার উপার্জন না থাকে তখন স্ত্রী চাইলে স্বামীকে জাকাতের অর্থ দিতে পারবেন। তবে এখানে কথা আছে, স্বামী অভাবী, তার জাকাতের প্রয়োজন হচ্ছে আর স্ত্রী সম্পদ জমা করে রাখছেন এমন দাম্পত্য জীবন তো হতে পারেন না। এই দাম্পত্য জীবন তো এমন হওয়ার কথা নয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো শেয়ারিং-কেয়ারিংয়ের। সেখানে জাকাতের প্রশ্ন আসা তো অনেক দূরে। nt/v ্

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩