গত ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'জাওয়ান'। দেশের মোট ৪৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি বাংলাদেশে দারুণভাবে চলছে। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রথমদিন শো ছিল মাত্র ৭টি। পরের দিন ৩৬টি শো হয়েছে আগামীকাল থেকে ৫০টি শো চলবে। এটা সত্যি অনেক ভালো একটা খবর। আমার ধারণা আরও শো বাড়বে সিনেমাটির।'
'জওয়ান' সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ।
সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতিসহ অনেকেই।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির ৪ দিনেই সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। বিশ্বব্যাপী মোট উপার্জন করেছে ৫৩৫ কোটি টাকা। শুধু ভারতে সিনেমাটির মোট সংগ্রহ ৩১৬ কোটি ১৬ লাখ রুপি। এই সিনেমায় মাধ্যমে নিজের অতীতের সব রেকর্ড ভেঙেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সুত্র-ডেইলি স্টার
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি বাংলাদেশে দারুণভাবে চলছে। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রথমদিন শো ছিল মাত্র ৭টি। পরের দিন ৩৬টি শো হয়েছে আগামীকাল থেকে ৫০টি শো চলবে। এটা সত্যি অনেক ভালো একটা খবর। আমার ধারণা আরও শো বাড়বে সিনেমাটির।'
'জওয়ান' সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ।
সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতিসহ অনেকেই।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির ৪ দিনেই সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। বিশ্বব্যাপী মোট উপার্জন করেছে ৫৩৫ কোটি টাকা। শুধু ভারতে সিনেমাটির মোট সংগ্রহ ৩১৬ কোটি ১৬ লাখ রুপি। এই সিনেমায় মাধ্যমে নিজের অতীতের সব রেকর্ড ভেঙেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সুত্র-ডেইলি স্টার