মৃত স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করা স্বামীর জন্য জায়েজ কি?

আপলোড সময় : ০৭-০৯-২০২৩ ০৯:২০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৩ ০৯:২০:৩৯ অপরাহ্ন

জীবিত অবস্থায় স্পর্শ করা ও চুম্বন করা জায়েয হলেও অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর পর চুম্বন ও স্পর্শ করা জায়েয। পুরুষরা মৃত পুরুষকে চুম্বন করতে পারে এবং মহিলারা মৃত মহিলাদেরকে চুম্বন করতে পারে। আয়েশা (রাঃ) বলেন, যখন সাহাবী উসমান ইবনে মাজুন ইন্তেকাল করেন, তখন রাসুল (সাঃ) কাঁদতে কাঁদতে তাকে চুম্বন করেন। (সুনানে আবু দাউদ: 3163) আয়েশা (রাঃ) থেকে আরো বর্ণিত আছে যে, আবু বকর (রাঃ) তাঁর মৃত্যুর পর নবী (সাঃ) কে চুম্বন করেছিলেন। (সহীহ বুখারীঃ ৪৪৫৭)

অনুরূপভাবে, পুরুষ ও মহিলাদের জন্য তাদের মাহরাম মৃত পুরুষ ও মহিলাদের দেখা, স্পর্শ করা বা চুম্বন করা জায়েয, যেমনটি তারা জীবিত অবস্থায় দেখা এবং স্পর্শ করা জায়েয ছিল।

তবে স্বামী মৃত স্ত্রীকে স্পর্শ বা চুম্বন করতে পারবে কি না এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সুতরাং মৃত স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করা স্বামীর জন্য জায়েজ নয়। তবে মৃত স্ত্রীর লাশ দেখা স্বামীর জন্য জায়েয।

কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী তাকে স্পর্শ করতে পারে, চুম্বন করতে পারে। কারণ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় না। স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার পর স্বামীর সাথে তার সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এ কারণে ইদ্দতের সময় নারীদের বিয়ে করা জায়েয নয়। 

অন্য অনেক ইমামের মতে স্বামীর জন্য মৃত স্ত্রীকে স্পর্শ করা ও চুম্বন করা জায়েয যেমন স্ত্রীর জন্য মৃত স্বামীকে স্পর্শ করা ও চুম্বন করা জায়েয।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩