ধর্ষনের অভিযোগে (এসআই) আল আলমিন মোল্লার বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০৫:৩৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০৫:৩৫:৩৩ অপরাহ্ন
 ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মোল্লারহাট গ্রামে ৩০ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে ঝালকাঠি থানায় সহকারী উপপরিদর্শক (এসআই) আল আলমিন মোল্লার (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নির্যাতিতা। বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম জানান, আদালতের বিচারক আবদুল হামিদ পিরোজপুর পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মোফাজ্জেল হোসেন গ্রামের আব্দুল জব্বারের ছেলে। অভিযোগকারী জানান, তিনি বরিশালের মুলাড়ি থানায় কাজ করেন। মামলার বিবৃতি অনুসারে, তিনি ১৩ ডিসেম্বর, ২০২২-এ তাঁর সাথে দেখা করেছিলেন, যখন তিনি পারিবারিক বিরোধ নিয়ে রাজাপুর থানায় এএসআই আলামিনের কাছে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। ঘটনার পর, সে তাকে ফোনে কল করে এবং থানায় নিয়ে এসে যোগাযোগ করতে শুরু করে এবং বেশ কয়েকবার বিয়ের অজুহাতে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের অজুহাতে, সেই বছরের ১৬ ডিসেম্বর, এক ব্যক্তিকে কাজী  বলেছিলেন যে তিনি কিছু নীল কাগজে স্বাক্ষর করে বিয়ে করেছেন। সেই রাত থেকে ২০২৩ সালের ২০শে আগস্ট পর্যন্ত রাজাপুর ও নালচিটি থানায় কাজ করার সময় এএসআই আলমিন মহিলাকে বিভিন্ন সময়ে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে, যখন সে তার স্ত্রীর স্বীকৃতি এবং তাকে একটি বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানায়, তখন সে তাকে নির্যাতন করে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। এএসআই আলামিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করার পর তিনি ফোনটি কেটে দেন।  বাংলানিউজ২৪

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩