শুরু হলো জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়।
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।
সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা।
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
একাদশ জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, নেত্রকোনা-৪ আসনের সংসদ-সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া সাবেক ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার এবং মোহাম্মদ উল্যার মৃত্যুতে শোক করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা, দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের পিতা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কুষিবিজ্ঞানী ও কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানল, ভারতের উড়িষ্যা রাজ্যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে।c24
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।
সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা।
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
একাদশ জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, নেত্রকোনা-৪ আসনের সংসদ-সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া সাবেক ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার এবং মোহাম্মদ উল্যার মৃত্যুতে শোক করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা, দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের পিতা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কুষিবিজ্ঞানী ও কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানল, ভারতের উড়িষ্যা রাজ্যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে।c24