মোদির মার্কিন সফরের আগেই যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির এই চুক্তি হয়েছিল

আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০৬:১৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০৭:৩৬:০৭ অপরাহ্ন
সম্প্রতি মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক (জিই) যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির জন্য চুক্তি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইএএল) সঙ্গে। চুক্তি অনুযায়ী ভারতেই এফ৪১৪ মডেলের ইঞ্জিনগুলো তৈরি হবে। এবার সেই চুক্তির ক্ষেত্রে সবুজ সংকেত দিলো মার্কিন কংগ্রেস।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগেই যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির এই চুক্তি হয়েছিল। তারপর নিয়ম অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে মার্কিন কংগ্রেস ও সি নেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে অবহিত করা হয়েছিল বিষয়টি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ নিয়ে বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে যদি কোনো কংগ্রেস সদস্য আপত্তি না তুলে তাহলে প্রস্তাবটি সম্মত বলে গ্রহণ করা হয়। সেই হিসেবে এ ব্যাপারে কোনো সদস্য আপত্তি না জানানোয় প্রস্তাবটি সম্মত ধরা হয়েছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় জিই চেয়ারম্যান এইচ লরেন্স কাল্পের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে যৌথভাবে ভারতীয় সংস্থার সঙ্গে প্রযুক্ত নিয়ে আলোচনা হয়।

এদিকে পরে মার্কিন সংস্থা জিই ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে করা চুক্তিকে ‘মাইলফলক’ আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছিল।

ভারতীয় সংস্থার কাছে অত্যাধুনিক ইঞ্জিন তৈরি সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি জিই’র তুলে দেয়ার মতো বিষয় আগে কখনো হয়নি। তবে এই চুক্তি বাস্তবায়নে আশার আলো দেখবে ভারতীয় বিমান বাহিনী।


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩