সোমা দত্তগুপ্ত
আমার স্তন-নাভি-যোনি জুড়ে তোমার জন্মরহস্য লুকিয়ে আছে পুরুষ,
লুকিয়ে আছে তোমার সন্তানেরও জন্মের ইতিহাস।
যদি আমায় নগ্ন করে রহস্য উন্মোচন করতে চাও খোলা বাজারে,
তবে আমায় দেবী সাজিয়ে পুজো কোরো না l
আমার দমবন্ধ হয়ে আসে, মা হওয়ার অত্যাচারে।
তুমি যেই যোনির জন্য মরিয়া হও, সেই স্থানেই তোমার জন্ম।
তোমাদের সবচেয়ে আগে যে দুটি মাংসপিন্ড
চোখে পড়ে, সেই দুটি মাংস পিন্ডই তোমাদের ছোটোবেলায় খাদ্য ছিল।
তোমরা মাসিকের ও কটা দিন নিয়ে ঠাট্টা করো, হাসির খোরাক পাও, মাথায় রেখো একজন নারী মাসিকের মধ্যে দিয়েই, একজন মা তথা গর্ভ ধারণের উপযোগী হয়।
শারিরীক খিদে আসল নয়, আসল হলো মনের টান। শরীরের চাহিদা তো ক্ষনস্থায়ী, আর মন যা আমৃত্যু থাকে।
একটা সময় পর যৌন চাহিদা থাকেনা, থাকেনা শারিরীক আবেদন , থাকেনা রূপ, শক্তি, লাবণ্যতা।
পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক।
আমার - তোমার সকলেরই হাতে সময় বড্ড কম ।
এতটুকু সময়ের মধ্যে পারলে একে অপরের সাথে মনের বন্ধনে অটুট থেকো, মনের মানুষের মনের খবর রেখো।
রোজ রাতে নিয়ম করে বেনামী অযাচিতভাবে যৌন অনুভূতি তে শুধু নয়।।
বিপরীত লিঙ্গ স্পর্শে নয়, হৃদয় স্পর্শে ভালোবেসো।
আমার স্তন-নাভি-যোনি জুড়ে তোমার জন্মরহস্য লুকিয়ে আছে পুরুষ,
লুকিয়ে আছে তোমার সন্তানেরও জন্মের ইতিহাস।
যদি আমায় নগ্ন করে রহস্য উন্মোচন করতে চাও খোলা বাজারে,
তবে আমায় দেবী সাজিয়ে পুজো কোরো না l
আমার দমবন্ধ হয়ে আসে, মা হওয়ার অত্যাচারে।
তুমি যেই যোনির জন্য মরিয়া হও, সেই স্থানেই তোমার জন্ম।
তোমাদের সবচেয়ে আগে যে দুটি মাংসপিন্ড
চোখে পড়ে, সেই দুটি মাংস পিন্ডই তোমাদের ছোটোবেলায় খাদ্য ছিল।
তোমরা মাসিকের ও কটা দিন নিয়ে ঠাট্টা করো, হাসির খোরাক পাও, মাথায় রেখো একজন নারী মাসিকের মধ্যে দিয়েই, একজন মা তথা গর্ভ ধারণের উপযোগী হয়।
শারিরীক খিদে আসল নয়, আসল হলো মনের টান। শরীরের চাহিদা তো ক্ষনস্থায়ী, আর মন যা আমৃত্যু থাকে।
একটা সময় পর যৌন চাহিদা থাকেনা, থাকেনা শারিরীক আবেদন , থাকেনা রূপ, শক্তি, লাবণ্যতা।
পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক।
আমার - তোমার সকলেরই হাতে সময় বড্ড কম ।
এতটুকু সময়ের মধ্যে পারলে একে অপরের সাথে মনের বন্ধনে অটুট থেকো, মনের মানুষের মনের খবর রেখো।
রোজ রাতে নিয়ম করে বেনামী অযাচিতভাবে যৌন অনুভূতি তে শুধু নয়।।
বিপরীত লিঙ্গ স্পর্শে নয়, হৃদয় স্পর্শে ভালোবেসো।