দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোমিন মেহেদী

আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৬:১৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৬:১৬:৪২ অপরাহ্ন
দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোমিন মেহেদী

৩০ বছরের ঐতিহ্যবাহী দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক-এর দায়িত্ব নিয়েছেন মোমিন মেহেদী। একাধারে রাজনীতিক-কলামিস্ট ও সাহিত্যিক মোমিন মেহেদীকে প্রধান সম্পাদক আইয়ুব রানা ১৭ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন।

মোমিন মেহেদী ২০০০ সাল থেকে দৈনিক দক্ষিণাঞ্চল, আজকের কাগজ (বরিশাল অফিস), দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক সমাচার, দৈনিক খবরপত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক(২০০৪-৫) এবং সভাপতি (২০০৫-৯) দায়িত্ব পালনের পাশাপাশি বঙ্গবন্ধু লেখক পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতির  দায়িত্বও  পালন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬৭ টি। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহণকারী মোমিন মেহেদীর পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরে।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩