প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ঋণখেলাপি থাকার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত ওই রিট আবেদন খারিজ করে দেন।
এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারালেন।
এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।