নির্বাচন নিয়ে সব পক্ষের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:২১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:২১:১৩ অপরাহ্ন

নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উত্থাপিত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। যেসব অভিযোগ ও অনিয়মের কথা রাজনৈতিক দলগুলো জানাচ্ছে, সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “নির্বাচনের পরিবেশ যেন সবার জন্য সমান ও নিরাপদ থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।”

নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩