‘সংস্কারের পক্ষে থাকলেই এনসিপির ঘনিষ্ঠতা’—বিএনপি-জামায়াত দূরত্বের খবর ‘সত্য নয়’: হাসনাত আবদুল্লাহ

পিরোজপুরে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠকের বক্তব্য

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:২৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:২৮:৫৬ অপরাহ্ন

বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে—এমন বক্তব্য ‘সত্য নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে; আর বিপক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে।”


শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এক-এগারো পর্ব থেকে ‘ফ্যাসিবাদকালীন পুরো সময়’ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময় পার করেছে দাবি করে তিনি বলেন, “এ থেকে উত্তরণের জন্য একটি নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু করতে পারব এবং এ যাত্রায় এনসিপি অন্যতম ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “অতি দ্রুত গণভোট নিয়ে অর্ডার হতে হবে, আদেশ দিতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা হওয়া ড. ইউনূসকে আদেশটি জারি করতে হবে।”

জোট প্রসঙ্গ:
নির্বাচনে জোটে যাওয়া না যাওয়ার বিষয়ে তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে দলের অবস্থান স্পষ্ট করেছেন। “জোট হওয়ার মৌলিক নিক্তি হলো—কে সংস্কারের পক্ষে আছে। সময়ই তা নির্ধারণ করে দেবে,” বলেন হাসনাত আবদুল্লাহ।

উপস্থিতি:
বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান, জেলা যুগ্ম সমন্বয়কারী মো. আল আমীন খান, মাহবুবুল আলম নাঈমসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ; সভাপতিত্ব করেন মশিউর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩