“বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া শুধু সই করে জনগণকে প্রতারণা করবে না এনসিপি,” বললেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক

এনসিপি জুলাই সনদ নিয়ে আপসহীন অবস্থানে আছে: সারজিস আলম

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:২৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:২৭:৩৯ অপরাহ্ন
এনসিপি জুলাই সনদ নিয়ে আপসহীন অবস্থানে আছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া শুধু সই করে জনগণের সাথে প্রতারণা করবে না এনসিপি।”

সারজিস আলম অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দল শুধু নির্বাচনীমুখী অংশ হিসেবে সনদে স্বাক্ষর করেছে। কিন্তু এনসিপি চায় সনদের লিখিত বাস্তবায়নকেই নিশ্চিত করা হোক। তাঁর বক্তব্যে, “যেদিন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, যেদিন প্রধান উপদেষ্টার তরফ থেকে আনুষ্ঠানিক আদেশ জারি হবে এবং আদালত সনদের পক্ষে স্পষ্ট রায় দেবে — সেদিন এনসিপি নির্দ্বিধায় স্বাক্ষর করবে। কিন্তু তার আগে কাগজে-কলমে সই করে জনগণের সাথে প্রতারণা করবে না।”

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তরুণদের ভূমিকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, “যখন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল, তখন তরুণরাই রাজপথে নেমে ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আপসহীন লড়াই করেছে। তরুণদের নেতৃত্বেই গণঅভ্যুত্থান ঘটে এবং সেই অভ্যুত্থানের ফলেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য মৌলিক সংস্কার, রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য। “এই জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব এবং এনসিপির অংশগ্রহণ এখন অপরিহার্য হয়ে উঠেছে,” বলেন তিনি।

এনসিপির অবস্থান সম্পর্কে সারজিস আলমের দাবি, দলটি শুধুমাত্র আনুষ্ঠানিক স্বাক্ষর বা ছবি তোলার রাজনীতিতে যাবে না। “অনেকে শুধু সই করেছে, ছবি তুলেছে, হেডলাইন বানিয়েছে। কিন্তু মাঠের যারা লড়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের কণ্ঠ সনদে আসলে জায়গা পায়নি। আমরা এটাকে গ্রহণযোগ্য মনে করি না,” তিনি বলেন।

তার মতে, জুলাই সনদকে যদি বাস্তব রাজনৈতিক নকশা হিসেবে কার্যকর করতে হয়, তাহলে সেটার আইনগত ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। “সরকার যদি সত্যি সংস্কার চায়, তাহলে প্রথমেই সনদের আইনগত ভিত্তি পরিষ্কার করতে হবে। যাতে পরের কোনো সরকার এসে এই চুক্তিকে বাতিল বলে ঘোষণা করতে না পারে, কিংবা যেসব তরুণরা রাস্তায় ছিল তাদেরকেই ভবিষ্যতে মামলায় টেনে ‘রাষ্ট্রদ্রোহী’ বানিয়ে না ফেলে,” বলেন তিনি।

সমন্বয় সভাটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন। সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান। এতে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় কমিটির সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটির সদস্য দিদার শাহসহ দলের স্থানীয় নেতারা।

ছবির ক্যাপশন: কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। পাশে দলের অন্য নেতারা উপস্থিত। ছবি: সংগৃহীত

সূত্র: বাসস
 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩