সুখবর পেল মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৪:৩০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৪:৩১:৩৬ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বিসিসিআই।  যার ফলে বিপাকে পড়েছে অনেক ফ্র্যাঞ্চাইজি।  কারণ, আইপিএলের সূচি অনুসারে বোর্ড থেকে এনওসি পেয়েছিল ক্রিকেটাররা।  কিন্তু কয়েকদিন স্থগিত থাকায় সবকিছু এলোমেলো হয়েছে।

 যার ফলে প্লে-অফের লড়াইয়ে থাকা দলগুলো খুবই বিপাকে পড়েছে।  সেই তালিকায় সবার উপরে রয়েছে দিল্লি ক্যাপিটালস।  ফাফ ডু প্লেসি ও ট্রিস্টান স্টাবস ভারতে ফিরে নিয়ে শঙ্কা ছিল তারা।  সেই সঙ্গে মিচেল স্টার্কের মতো তারকা পেসারকে না পাওয়ার দুঃসংবাদও হজম করতে হয়েছে দিল্লিকে।

 তবে নতুন করে টুর্নামেন্ট শুরুর আগে সুখবর পেয়েছে দিল্লি।  ফাফ ডু প্লেসি এবং ট্রিস্টান স্টাবস দলের সঙ্গে যোগ দিয়েছেন।  যদিও এদের মধ্যে ট্রিস্টান স্টাবস দলের সঙ্গে থাকবেন ২৬ মে পর্যন্ত।

 দুই প্রোটিয়া তারকা দিল্লিতে যোগ দিলেও আসছেন না আরও একজন।  দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন আইপিএলের এবারের আসরের বাকি অংশ থেকে।  মিচেল স্টার্কের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দিল্লিকে ‘না’ বলে দিয়েছেন ডোনোভান।  

 তবে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে কিছুটা ব্যালেন্স করেছে দিল্লি।  আজ আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষ করেই ভারতে উড়াল দেবেন এই টাইগার পেসার।
 বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান আছে দিল্লি ক্যাপিটালস।  ১১ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৬ ম্যাচে।  বাকি আছে ৩ ম্যাচ।  সেই তিন ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে প্লে-অফ ম্যাচ।  গত ৯মে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়েই বাতিল হয় আইপিএল।  স্থগিত সেই ম্যাচ হবে ২৪ মে।
 আরটি


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩