দুই দিনের জন্য মঙ্গলবার সৌদি আরব সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফর দুই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি এবার জেদ্দা গিয়েছেন। গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জেদ্দায় গেলেন।
সাধারণত ভারতের প্রধানমন্ত্রী রিয়াদেই যান। গত দুবার মোদিও সেখানেই গিয়েছেন।
নরেন্দ্র মোদির সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, প্রতিরক্ষার মতো ক্ষেত্রে চুক্তি হতে পারে। ১২টি এমওইউ বা সমঝোতাপত্র সই হতে পারে।
সৌদি আরব চায় তেল কেনা নিয়ে ভারত দীর্ঘমেয়াদি চুক্তি করুক। ভারত চায়, সৌদি আরব ভারত থেকে আরো হজযাত্রীকে হজ করতে যাওয়ার অনুমতি দিক। এই নিয়ে আলোচনার পর সৌদি আরব ভারতীয় হজযাত্রীর সংখ্যা বাড়াতে রাজি হয়েছে। এই বিষয়টি নিয়েও নরেন্দ্র মোদির সঙ্গে যুবরাজ সালমানের মধ্যে আলোচনা হতে পারে।
এ ছাড়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডর (আইম্যাক) নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
মোদি যা বললেন
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘সৌদি আরব হলো ভারতের বিশেষ বন্ধু এবং দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক আছে। দুই দেশের অংশীদারিকে ভারত খুবই মূল্য দেয়।’
সৌদি খবরের চ্যানেল আরব নিউজকে মোদি বলেন, ‘ভারত ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের সীমাহীন সম্ভাবনা আছে।’
ভারতের রাষ্ট্রদূতের বক্তব্য
এ ছাড়া সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুহেল আয়াজ খান সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ভারত-সৌদি আরব যোগাযোগের ক্ষেত্রে জেদ্দা খুবই গুরুত্বপূর্ণ শহর।
সাধারণত ভারতের প্রধানমন্ত্রী রিয়াদেই যান। গত দুবার মোদিও সেখানেই গিয়েছেন।
নরেন্দ্র মোদির সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, প্রতিরক্ষার মতো ক্ষেত্রে চুক্তি হতে পারে। ১২টি এমওইউ বা সমঝোতাপত্র সই হতে পারে।
সৌদি আরব চায় তেল কেনা নিয়ে ভারত দীর্ঘমেয়াদি চুক্তি করুক। ভারত চায়, সৌদি আরব ভারত থেকে আরো হজযাত্রীকে হজ করতে যাওয়ার অনুমতি দিক। এই নিয়ে আলোচনার পর সৌদি আরব ভারতীয় হজযাত্রীর সংখ্যা বাড়াতে রাজি হয়েছে। এই বিষয়টি নিয়েও নরেন্দ্র মোদির সঙ্গে যুবরাজ সালমানের মধ্যে আলোচনা হতে পারে।
এ ছাড়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডর (আইম্যাক) নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
মোদি যা বললেন
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘সৌদি আরব হলো ভারতের বিশেষ বন্ধু এবং দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক আছে। দুই দেশের অংশীদারিকে ভারত খুবই মূল্য দেয়।’
সৌদি খবরের চ্যানেল আরব নিউজকে মোদি বলেন, ‘ভারত ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের সীমাহীন সম্ভাবনা আছে।’
ভারতের রাষ্ট্রদূতের বক্তব্য
এ ছাড়া সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুহেল আয়াজ খান সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ভারত-সৌদি আরব যোগাযোগের ক্ষেত্রে জেদ্দা খুবই গুরুত্বপূর্ণ শহর।