ভাইয়ের হাতে ভাই খুন, আরেক ভাই হাসপাতালে

আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৩:৫৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৩:৫৬:২৯ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে।  এতে জিপু সরদার (৩০) নামের এক ভাই নিহত হয়েছেন।  অপর ভাই মনিরুল সরদারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

 নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জিপু অবিবাহিত আর মনিরুল এক সন্তানের জনক।  সম্প্রতি তারা একসঙ্গেই বাড়ি নির্মাণ শুরু করেছিলেন।  সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।  এ নিয়ে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে জিপু সরদার মারামারিতে জড়িয়ে পড়ে।  এক পর্যায়ে দুই ভাইই গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিকুর মৃত্যু হয়।
 ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা (পুলিশ) ঘটনাস্থলে আছি।  আমরা কাজ করছি।  তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩