সামিটে উদ্বোধনী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৪:৩৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৪:৩৫:৪৩ অপরাহ্ন
লুক্সেমবার্গের গ্লোবাল গভর্নমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 আজ বৃহস্পতিবার লুক্সেমবার্গের শ্রমমন্ত্রী জর্জেস মিশকো কর্তৃক প্রবর্তিত এই সামিটে ভিডিও বার্তার মাধ্যমে বক্তৃতা দেন তিনি।
 
 লুক্সেমবার্গের গ্লোবাল সামিটে ৫১টি দেশের দেড় শতাধিখ সরকারি প্রতিনিধি সমবেত হয়েছেন।  যাদের মধ্যে ১৪ জন মন্ত্রী ও উপমন্ত্রীও রয়েছেন।

 তারা ভবিষ্যৎ গঠনে তাদের নীতি কাঠামোতে সামাজিক ব্যবসা এবং সামাজিক উদ্ভাবনকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩