নারী একটা পরিবারের স্তম্ভ, অনুপ্রেরণা। তাদের প্রতি সম্মানার্থেই একটি দিনকে আলাদাভাবে স্মরণ করা হয়। ৮ই মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।
বিশেষ এই দিনটিতে নারীর অবদান, মূল্যায়ন ও স্বীকৃতি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস।
• আধুনিক যুগে নারীরা দুরন্ত হয়ে এগিয়ে চলছে। এরপরও বিভিন্ন ক্ষেত্রে নারীরা নানারকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি?
আমরা ভাবছি নারীরা এগিয়ে যাচ্ছে, আসলেই কি এগিয়ে যাচ্ছে? কোনো না কোনো কারণে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে।
এটা শুধু নারী জাতি কিংবা পুরুষ জাতি না, আমাদের সবার জন্যই লজ্জার। একদম সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার (মাগুরায় শিশু ধর্ষণ) কথা যদি বলি, এটা একদম লজ্জার। যে লজ্জা বাঙালি মানুষ করবে প্রত্যেকের মনুষ্যত্বের জায়গা থেকে।
আমরা নারীরা এগিয়ে যাচ্ছি ভাবছি বা এগিয়ে গিয়ে কাজও করছি।
কিন্তু সফলতার শীর্ষে যাবার পরেও দায়বদ্ধতা কিন্তু থেকেই যায় যে, আমরা আসলেই নারী।
• পুরুষদের পাশাপাশি নারীদের অবদানকে কীভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন?
প্রত্যেকটা পুরুষের কাছে যেমন তার মাকে শ্রদ্ধার জায়গায় রাখা উচিত, একজন নারীকেও ঠিক সেই জায়গায় রাখা উচিত। একজন নারীর পরিচয় কিন্তু কারো মা, কারো সন্তান আবার কারো স্ত্রী। আমার কাছে মনে হয়, বেলা শেষে নারীর একটিই পরিচয়, আমরা মা। মাকে যে দৃষ্টিকোণ থেকে সম্মান করা উচিত, প্রত্যেকটা নারীকেও সেভাবেই সম্মান দেওয়া উচিত।
বিশেষ এই দিনটিতে নারীর অবদান, মূল্যায়ন ও স্বীকৃতি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস।
• আধুনিক যুগে নারীরা দুরন্ত হয়ে এগিয়ে চলছে। এরপরও বিভিন্ন ক্ষেত্রে নারীরা নানারকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি?
আমরা ভাবছি নারীরা এগিয়ে যাচ্ছে, আসলেই কি এগিয়ে যাচ্ছে? কোনো না কোনো কারণে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে।
এটা শুধু নারী জাতি কিংবা পুরুষ জাতি না, আমাদের সবার জন্যই লজ্জার। একদম সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার (মাগুরায় শিশু ধর্ষণ) কথা যদি বলি, এটা একদম লজ্জার। যে লজ্জা বাঙালি মানুষ করবে প্রত্যেকের মনুষ্যত্বের জায়গা থেকে।
আমরা নারীরা এগিয়ে যাচ্ছি ভাবছি বা এগিয়ে গিয়ে কাজও করছি।
কিন্তু সফলতার শীর্ষে যাবার পরেও দায়বদ্ধতা কিন্তু থেকেই যায় যে, আমরা আসলেই নারী।
• পুরুষদের পাশাপাশি নারীদের অবদানকে কীভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন?
প্রত্যেকটা পুরুষের কাছে যেমন তার মাকে শ্রদ্ধার জায়গায় রাখা উচিত, একজন নারীকেও ঠিক সেই জায়গায় রাখা উচিত। একজন নারীর পরিচয় কিন্তু কারো মা, কারো সন্তান আবার কারো স্ত্রী। আমার কাছে মনে হয়, বেলা শেষে নারীর একটিই পরিচয়, আমরা মা। মাকে যে দৃষ্টিকোণ থেকে সম্মান করা উচিত, প্রত্যেকটা নারীকেও সেভাবেই সম্মান দেওয়া উচিত।