চলতি বছরের অস্কারে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম হিসেবে ‘অ্যাম নট আ রোবট’ জিতেছে অ্যাকাডেমি পুরস্কার। মনোনীত হয়েও ৯৭তম আসরে খেতাব জিততে পারেনি প্রিয়াঙ্কা চোপড়ার ‘অনুজা’।
অ্যাডাম জে. গ্রেভস ও সুচিত্রা মাত্তাই পরিচালিত এই ছবিতে ‘অনুজা’ নামে এক তরুণীর গল্প ফুটে উঠেছে। গল্পে ‘অনুজা’ নয় বছর বয়সী এক প্রতিভাবান মেয়ে।
কিন্তু ‘অনুজা’র পরিবার এক কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। যার ফলে ‘অনুজা’ ও তার বোনকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। ‘অনুজা’ ও তার বোন দিল্লির একটি পোশাক তৈরির কারখানায় কাজ করা শুরু করে। আর তাদের এই একটা সিদ্ধান্ত তাদের দুজনের ভবিষ্যৎকে নতুন রূপ দেয়।
এই শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাজদা পাঠান। তার বোন ‘পলক’-এর চরিত্রে দেখা গেছে অনন্যা শানভাগকে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন সুচিত্রা মাত্তাই, মিন্ডি কালিং, গুণীত মোঙ্গা কাপুর, কৃষণ নায়েক, অ্যারন কপ, দেবানন্দ গ্রেভস, মাইকেল গ্রেভস, শিতিজ সাইনি এবং আলেকজান্দ্রা ব্লেনি। প্রিয়াঙ্কা চোপড়া এবং অনীতা ভাটিয়া এই ছবির কার্যনির্বাহী প্রযোজক।
অন্যদিকে, অস্কারজয়ী ‘আই অ্যাম নট আ রোবট’ হলো ভিক্টোরিয়া ওয়ার্মার্ডামের লেখা এবং পরিচালিত একটি সায়েন্স ফিকশন লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। ‘অনলাইন ক্যাপচা পরীক্ষায় সফল না হওয়ায় ‘ম্যাক্স’ অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়। তার মনে সন্দেহ দানা বাঁধে যে, সে আসলে একটা রোবটও হতে পারে।
প্রসঙ্গত, অস্কার বিজয়ীদের নাম প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘আনোরা’।
অ্যাডাম জে. গ্রেভস ও সুচিত্রা মাত্তাই পরিচালিত এই ছবিতে ‘অনুজা’ নামে এক তরুণীর গল্প ফুটে উঠেছে। গল্পে ‘অনুজা’ নয় বছর বয়সী এক প্রতিভাবান মেয়ে।
কিন্তু ‘অনুজা’র পরিবার এক কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। যার ফলে ‘অনুজা’ ও তার বোনকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। ‘অনুজা’ ও তার বোন দিল্লির একটি পোশাক তৈরির কারখানায় কাজ করা শুরু করে। আর তাদের এই একটা সিদ্ধান্ত তাদের দুজনের ভবিষ্যৎকে নতুন রূপ দেয়।
এই শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাজদা পাঠান। তার বোন ‘পলক’-এর চরিত্রে দেখা গেছে অনন্যা শানভাগকে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন সুচিত্রা মাত্তাই, মিন্ডি কালিং, গুণীত মোঙ্গা কাপুর, কৃষণ নায়েক, অ্যারন কপ, দেবানন্দ গ্রেভস, মাইকেল গ্রেভস, শিতিজ সাইনি এবং আলেকজান্দ্রা ব্লেনি। প্রিয়াঙ্কা চোপড়া এবং অনীতা ভাটিয়া এই ছবির কার্যনির্বাহী প্রযোজক।
অন্যদিকে, অস্কারজয়ী ‘আই অ্যাম নট আ রোবট’ হলো ভিক্টোরিয়া ওয়ার্মার্ডামের লেখা এবং পরিচালিত একটি সায়েন্স ফিকশন লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। ‘অনলাইন ক্যাপচা পরীক্ষায় সফল না হওয়ায় ‘ম্যাক্স’ অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়। তার মনে সন্দেহ দানা বাঁধে যে, সে আসলে একটা রোবটও হতে পারে।
প্রসঙ্গত, অস্কার বিজয়ীদের নাম প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘আনোরা’।