প্রজন্মের পর প্রজন্মকে ভালবাসতে শিখিয়েছে যে গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিক বার। লুকোননি কখনও। এবার ৭৫ বছরে ফের প্রেমে পড়লেন কবীর সুমন।
ভালোবাসা দিবসে নতুন প্রেয়সীর সঙ্গে আলাপ করালেন তিনি।
কবীর সুমনের নতুন প্রেমিকার নাম সৌমি বসুমল্লিক। পেশায় স্কুল শিক্ষিকা। সৌমিকে অবশ্য নিজের প্রেমিকা বলে নারাজ কবীর।
তবে ভালবাসা যে তা স্বীকার করেছেন নিজেই। বলেছেন, 'অসম্ভব ভালবাসি ওকে কিন্তু, প্রেমিকা নন। ওঁর নাম সৌমি বসুমল্লিক। স্কুলের শিক্ষিকা।
আমার বাড়িতে উনি একজন বিশিষ্ট জন, আমার স্বজন যিনি আমার যত্ন নেন ও দেখভাল করেন। আমাকে তো বাঁচিয়ে রেখেছে...।'
তিনি জানান, গত রাতে সৌমি ছিলেন তাঁর বাড়ি। সকালে উঠেই মনে হয়েছে একটা ছবি তোলা দরকার। অগত্যা এই ছবি।
ভালোবাসা দিবসে নতুন প্রেয়সীর সঙ্গে আলাপ করালেন তিনি।
কবীর সুমনের নতুন প্রেমিকার নাম সৌমি বসুমল্লিক। পেশায় স্কুল শিক্ষিকা। সৌমিকে অবশ্য নিজের প্রেমিকা বলে নারাজ কবীর।
তবে ভালবাসা যে তা স্বীকার করেছেন নিজেই। বলেছেন, 'অসম্ভব ভালবাসি ওকে কিন্তু, প্রেমিকা নন। ওঁর নাম সৌমি বসুমল্লিক। স্কুলের শিক্ষিকা।
আমার বাড়িতে উনি একজন বিশিষ্ট জন, আমার স্বজন যিনি আমার যত্ন নেন ও দেখভাল করেন। আমাকে তো বাঁচিয়ে রেখেছে...।'
তিনি জানান, গত রাতে সৌমি ছিলেন তাঁর বাড়ি। সকালে উঠেই মনে হয়েছে একটা ছবি তোলা দরকার। অগত্যা এই ছবি।