দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার

আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:০৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:০৫:০৪ অপরাহ্ন
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান। আজ শনিবার সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশী খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং এ তিনি এ তথ্য জানান।

জিএমপি কমিশনার বলেন, সব ঠিক থাকলে আগামীকাল ১২টায় আখেরি মোনাজাত। মোনাজাতের সময় যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে।

তিনি বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে ইজতেমায় হামলা হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। তার সাথে কথা বলা হচ্ছে। পরবর্তী সময় আটক বা গ্রেপ্তার করার দরকার হলে করা হবে। ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব ধরণের ব্যবস্থা আছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩