যেকোনো বিবেচনায় আইসিসি সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। সেই বিবেচনায় তার বেশ কয়েক ধাপ পরে থাকতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। তবে মাঠের খেলায় বিশ্বকাপের চাইতে চ্যাম্পিয়নস ট্রফিকে বেশি কঠিন মনে করেন টেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মতে, চ্যাম্পিয়নস ট্রফির ফরম্যাট টুর্নামেন্টটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে খেলবে মোট আটটি দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
গতকাল রবিবার লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেন, 'বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই।
হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।'
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় মোট ১০টি দল। টুর্নামেন্ট ছিল লিগ পদ্ধতির।
প্রতিটি দল বাকি দলগুলোর সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে মোট ৯টি করে ম্যাচ খেলেছে দলগুলো। পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দল উঠেছিল সেমিফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে খোদ দক্ষিণ আফ্রিকাই।
দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মতে, চ্যাম্পিয়নস ট্রফির ফরম্যাট টুর্নামেন্টটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে খেলবে মোট আটটি দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
গতকাল রবিবার লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেন, 'বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই।
হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।'
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় মোট ১০টি দল। টুর্নামেন্ট ছিল লিগ পদ্ধতির।
প্রতিটি দল বাকি দলগুলোর সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে মোট ৯টি করে ম্যাচ খেলেছে দলগুলো। পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দল উঠেছিল সেমিফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে খোদ দক্ষিণ আফ্রিকাই।