রাজধানী ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে 'কিছু হাড়গোড়' পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। থানা পুলিশ বলছে, সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের কিনা পরীক্ষার পর জানা যাবে।
ধানমণ্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল গিয়ে আলামত সংগ্রহ করে।
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমণ্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়ে সেখান থেকে আলামত সংগ্রহ করছে। এর বাইরে বিস্তারিত পরে জানানো হবে সিআইডির পক্ষ থেকে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে 'কিছু হাড়গোড়' পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।
ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার গত ৫ ফেব্রুয়ারি অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সেখানে 'আয়নাঘর' রয়েছে বলে তথ্য ছড়ায়। আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে গতকাল রবিবার পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।
ধানমণ্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল গিয়ে আলামত সংগ্রহ করে।
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমণ্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়ে সেখান থেকে আলামত সংগ্রহ করছে। এর বাইরে বিস্তারিত পরে জানানো হবে সিআইডির পক্ষ থেকে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে 'কিছু হাড়গোড়' পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।
ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার গত ৫ ফেব্রুয়ারি অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সেখানে 'আয়নাঘর' রয়েছে বলে তথ্য ছড়ায়। আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে গতকাল রবিবার পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।