রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শাহজাহান (৩৯), ২। মোঃ শহিদ হোসেন (৪৮) ও ৩। মোঃ ফরহাদ হোসেন (১৮)।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫খ্রি.) যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, যাত্রবাড়ী থানার দক্ষিণ মাতুয়াইল মুক্তি ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহজাহান, শহিদ ও ফরহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা ও গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শাহজাহান (৩৯), ২। মোঃ শহিদ হোসেন (৪৮) ও ৩। মোঃ ফরহাদ হোসেন (১৮)।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫খ্রি.) যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, যাত্রবাড়ী থানার দক্ষিণ মাতুয়াইল মুক্তি ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহজাহান, শহিদ ও ফরহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা ও গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে