রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। চাকরিচ্যুত পুলিশ সদস্য মোঃ হাকিম উদ্দিন (৩০), ২। মোঃ শহিদ (৩৫) ও ৩। আল আমিন মাতুব্ব (২২)। এসময় তাদের হেফাজত হতে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৩:২০ঘটিকায় হাতিরঝিলের চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নং ওয়ার্ড এলাকার বাসা নং ৩৮/২ এর সামনে মোটরসাইকেলযোগে এসে পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাকিম জানায় সে বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। সে ২০২২ সালে চাকুরিচ্যুত হয়। চাকরি চলে যাওয়ার পর সে অপর গ্রেফতারকৃতদের সাথে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করতো। গ্রেফতারকৃত হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।dmp
গ্রেফতারকৃতরা হলো- ১। চাকরিচ্যুত পুলিশ সদস্য মোঃ হাকিম উদ্দিন (৩০), ২। মোঃ শহিদ (৩৫) ও ৩। আল আমিন মাতুব্ব (২২)। এসময় তাদের হেফাজত হতে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৩:২০ঘটিকায় হাতিরঝিলের চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নং ওয়ার্ড এলাকার বাসা নং ৩৮/২ এর সামনে মোটরসাইকেলযোগে এসে পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাকিম জানায় সে বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। সে ২০২২ সালে চাকুরিচ্যুত হয়। চাকরি চলে যাওয়ার পর সে অপর গ্রেফতারকৃতদের সাথে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করতো। গ্রেফতারকৃত হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।dmp