বলো শুধু একবার
-এম.এস. কাকন
আমাকে ভালো না বাসলে
বলো শুধু একবার
কথা বলার ইচ্ছে যদি মরে যায়
বলো শুধু একবার
আমাকে দেখার বিতৃষ্ণা হলে
বলো শুধু একবার
আমার প্রতি তিক্ততা বা বিরক্তি হলে
বলো শুধু একবার
আমার কাছ থেকে লুকোচুরি খেলে
হয়রান হও না আর
আমি নিজেই নিজেকে সরিয়ে নিবো একদিন
যদি রুপলালের ইচ্ছেটা সফল হতো গল্পেতে
তাহলে আমিই হয়তোবা হোতাম তার প্রতিবিম্ব এই ধরাতে।
-এম.এস. কাকন
আমাকে ভালো না বাসলে
বলো শুধু একবার
কথা বলার ইচ্ছে যদি মরে যায়
বলো শুধু একবার
আমাকে দেখার বিতৃষ্ণা হলে
বলো শুধু একবার
আমার প্রতি তিক্ততা বা বিরক্তি হলে
বলো শুধু একবার
আমার কাছ থেকে লুকোচুরি খেলে
হয়রান হও না আর
আমি নিজেই নিজেকে সরিয়ে নিবো একদিন
যদি রুপলালের ইচ্ছেটা সফল হতো গল্পেতে
তাহলে আমিই হয়তোবা হোতাম তার প্রতিবিম্ব এই ধরাতে।