অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো: জয়

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৪:১৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৪:১৪:৪৬ অপরাহ্ন
ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা করেন না।


শোবিজে ২৫ বছর পথচলা উপলক্ষে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জয়। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান-পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।

অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো: জয়

এরপর লিখেছেন, 'মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম।


সবশেষে তিনি লিখেছেন, অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩