শেষবারের মতো এফডিসিতে নায়িকা অঞ্জনা

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:০২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:০২:১০ অপরাহ্ন
নায়িকা অঞ্জনার প্রথম জানাজা তার চিরচেনা কর্মস্থল বিএফডিসিতে সম্পন্ন হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) তার প্রথম জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

এ সময় অশ্রুসিক্ত চোখে অভিনেত্রী মুক্তি বলেন, অঞ্জনা আন্টির মতো এমন মানুষ চলচ্চিত্রে পাওয়া দুষ্কর। তিনি হুট করে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, মেনে নিতে পারছি না। সবাই আন্টির জন্য দোয়া করবেন।

এর আগে, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

প্রসঙ্গত, নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

'দস্যু বনহুর' দিয়ে অঞ্জনার শুরু। এই সিনেমার পর টানা কাজ করেন তিনি। এ পর্যন্ত অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায়। এর মধ্যে 'পরিণীতা' ও 'গাঙচিল' সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩