সমন্বয়ক সারজিস আলম বলেছেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না-এটা শতভাগ ঠিক। তবে এ ব্যানারে যেসব মানুষ আছে, তারা যদি অন্য কোনো নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায়-সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে।'
গতকাল বেলা ১১টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাব কি না সেটা এখনো আলোচনার বিষয়। আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্তি হওয়া যাবে না। বিভক্তি হলে আমরা দুর্বল হয়ে যাব এবং ফ্যাস্টিটরা পুনরায় জায়গা দখল করে নিবে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও সব নেতা-কর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন, তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন। এ সময় সারজিস আলম ছাত্রদের কীভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফরমে রাখা যাবে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় সারজিস আলমের সঙ্গে ঢাকা থেকে আসা কয়েকজন সমন্বয়করাসহ মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল বেলা ১১টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাব কি না সেটা এখনো আলোচনার বিষয়। আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্তি হওয়া যাবে না। বিভক্তি হলে আমরা দুর্বল হয়ে যাব এবং ফ্যাস্টিটরা পুনরায় জায়গা দখল করে নিবে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও সব নেতা-কর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন, তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন। এ সময় সারজিস আলম ছাত্রদের কীভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফরমে রাখা যাবে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় সারজিস আলমের সঙ্গে ঢাকা থেকে আসা কয়েকজন সমন্বয়করাসহ মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।