শেষটা রাঙাতে পারলেন না মাহমুদউল্লাহ

আপলোড সময় : ১৩-১০-২০২৪ ০২:৪৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৪ ০২:৪৬:৩৯ অপরাহ্ন
বাংলাদেশকে ক্রিকেট দিয়ে বিশ্বের কাছে পরিচিত করতে তুলতে যে কয়জন বিশেষ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে একজন হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে বিপদের সময়ে খাদ থেকে তুলে এনে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ায় ছিল তার একমাত্র কাজ। তাই ভক্তদের কাছে থেকে পেয়েছিলেন সাইলেন্ট কিলার উপাধি।


কিন্তু টি-টোয়েন্টির শেষটা রাঙাতে পারলেন না এই অভিজ্ঞ ব্যাটার। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতি টানলেন মাহমুদউল্লাহ। কিন্তু শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। মাত্র ৮ রান করে ক্যাচ আউট হন তিনি। তবে বল হাতে একটি উইকেট নেন রিয়াদ।

শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১৩৩ রানের জয় পায় ভারত। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে ডাক-আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তানজিদ তামিমও। ১২ বলে ১৫ রান করেন তিনি। ১১ বলে ১৪ রান করে নাজমুল হাসান শান্ত আউট হলে দলীয় ৫৯ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।


তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন লিটন দাস। ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন তাওহীদ হৃদয়। এদিন ইনিংস বড় করতে পারেননি বিদায়ী ম্যাচে খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৯ বলে ৮ রান করে ক্যাচ আউট হন তিনি।

বাংলাদেশের জার্সিতে মোট ১৪১ টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত ১৩০ ইনিংস ব্যাট করেছেন ডানহাতি টাইগার ব্যাটার। রান করেছেন ২৪৪৪। গড় ২৩.৬৫। বল মোকাবেলা করেছেন ২০৮২টি। স্ট্রাইকরেট ১১৭.৫১।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩