হেঁটে হজে যাচ্ছেন ফয়সল

আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৪:৩৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৪:৩৮:৫৫ অপরাহ্ন
পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিলেটের ফয়সল আহমদ সাগর (৩৮) নামে এক ব্যক্তি।


শুক্রবার (২৮ জুন) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জুমার নামাজ শেষে তিনি যাত্রা শুরু করেন।

ফয়সল আহমদ নগরীর খাসদবির বাদামবাগিচা ফয়সল আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মঞ্জিল আলীর ছেলে।

জানা গেছে, সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত এবং পরে পাকিস্তান-ইরান-ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরব যাবেন। সৌদি যেতে বছরখানেক সময় লাগতে পারে বলে জানান ফয়সল।


এ বিষয়ে ফয়সল আহমদ গণমাধ্যমকে বলেন, গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। তখন ইচ্ছাপোষণ করেছিলাম সুস্থ হলে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো, হজ করবো। পরিবারের অনুমতি নিয়ে হজে যাচ্ছি।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩