রাজধানীর ভাটারায় মাদানী অ্যাভিনিউয়ের নূর জুয়েলার্সে চুরির ঘটনায় উদ্ধারকৃত ১২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার জুয়েলার্সের মালিককে বুঝিয়ে দিয়েছে ডিবি পুলিশ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) বিজ্ঞ আদালতের নির্দেশে আজ শনিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে জুয়েলার্সের মালিককে ১২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার বুঝিয়ে দেন। এ সময় গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম(বার), পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভাটারার মাদানী অ্যাভিনিউয়ের নূর জুয়েলার্সের কলাপসিবল গেইট ও সাটারের তালা কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা রুজু হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। মামলাটি তদন্তকালে সিটিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গত ১৪ জুন কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সর্দারসহ ৮ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের হেফাজত হতে ২ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির নগদ ১২ লক্ষ টাকা ও তালা কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছিল।ডিএমপি নিউজ :