সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৩:১৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৩:১৮:৪১ অপরাহ্ন
রাজধানীর মতিঝিল থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিন আল মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃত শাহিন আল মামুনের বিরুদ্ধে মতিঝিল থানায় ২টি সাজা পরোয়ানাসহ ১০টি গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে মতিঝিলসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে ২০টির অধিক মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।

আজ রোববার মতিঝিল থানার এসআই মোঃ সফিকুল ইসলাম আকন্দ ও এএসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে থানার একটি টিম অভিযান চালিয়ে মতিঝিল থেকে তাকে গ্রেফতার করে।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শাহিন আল মামুন নিজেকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিতো। সে সরকারি অনুমোদনহীন CNN নামে একটি অনলাইন গণমাধ্যম পরিচালনা করতো। মতিঝিল বানিজ্যিক এলাকায় একটি ভবনের এক ফ্লোর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে। এমনকি কয়েক বছর যাবৎ উক্ত ভবনের ভাড়া ও বিদ্যুৎ বিলসহ আনুসাঙ্গিক বিল পরিশোধ না করে পলাতক ছিল।ডিএমপি

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩