মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মীরা ২৫২ বাংলাদেশিসহ নথিবিহীন ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার

২৫২ বাংলাদেশিসহ নথিবিহীন ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার

আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০৯:০৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০৯:০৯:১৭ অপরাহ্ন
মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মীরা ২৫২ বাংলাদেশিসহ নথিবিহীন ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছেন। কুয়ালালামপুরের চেরাস শহরতলির একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বিভিন্ন ইউনিট থেকে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের অনেককেই আলমারি ও ময়লার বিন থেকে বের করে আনা হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেছেন, চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়েছে।
সম্পর্কিত খবর

আগে সেখানকার জনসাধারণ অভিযোগ জানালে দুই সপ্তাহ ধরে তদন্ত ও নজরদারি চালানো হয়। ওই এলাকায় বিদেশিদের সংখ্যা খুব বেশি এবং বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টির অভিযোগ পাওয়া গিয়েছিল। অভিযানের পর এক সংবাদ সম্মেলনে মহসিন বলেন, ৬০ জন অভিবাসন কর্মকর্তা ও কর্মী অভিযানটি পরিচালনা করেন। মধ্যরাত ১টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩