বিশ্বজুড়ে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে 'মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' উল্লেখযোগ্য এক নাম। গত ১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। ৮ দিনব্যাপী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজন ছিল শুক্রবার (২৬ এপ্রিল)। বিশ্বের অন্যতম এই প্রভাবশালী চলচ্চিত্র উৎসবে 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড' জিতে নিয়েছে বাংলাদেশি
উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে শুরুর দিন থেকেই মস্কোতে উপস্থিত ছিলেন আসিফ। উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে সমস্ত আয়োজনেই অংশ নিয়েছেন তিনি। তার পরিচালিত 'নির্বাণ' এর দুটি শোর অভিজ্ঞতাও দুর্দান্ত।
উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে এই নির্মাতা বলেন, 'উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকা ছবিগুলো নিয়ে মস্কোর দর্শক ও সমালোচকদের অন্যরকম আগ্রহ লক্ষ্য করেছি। আমার দুটি শো ছিলো হাউজফুল। ছবি দেখার পর সাধারণ দর্শক থেকে বোদ্ধা শ্রেণির এতো এতো প্রশংসা পেয়েছি, সেই অনুভূতি বলে বুঝানো সম্ভব নয়।'
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আসিফ বলেন, 'এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।'
আসিফ আরো বলেন, 'এবারের উৎসবে প্রতিযোগিতায় থাকা সবগুলো ছবি দেখেছি। সব বিগ বাজেটের ছবি। কিন্তু পুরস্কার ঘোষণার সময় আউটস্ট্যান্ডিং ইমেজারি বলার পর 'নির্বাণ' ছাড়া অন্য কিছুর নাম মনে আসেনি। মনে হয়েছে আমরা পুরস্কার পাচ্ছি। স্টেজে একাধিকবার 'নির্বাণ'- কে আউটস্ট্যান্ডিং ইমেজারি ছবি বলে মন্তব্য করা হয়েছে। এটা আমার জন্য ভীষণ পাওয়া।'
শুক্রবার রাতে উৎসব শেষে বিজয়ীদের নিয়ে আয়োজকরা বিশেষ ডিনারের ব্যবস্থা করেছেন। আসিফও সেটাতে অংশ নিয়েছেন। সেই ফাঁকে পুরস্কার প্রাপ্তির কথা জানান দিয়েছেন ফেসবুকেও। ডিনার শেষে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার।
চ্যানেল আই অনলাইনকে এসময় নির্মাতা বলেন, ডিনার শেষে আবার বাংলাদেশে ফেরার প্লেন ধরতে যেতে হবে। দেশে ফিরতে শনিবার রাত। আসিফ এসময় উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, 'বাংলাদেশ, আমি পুরস্কার নিয়ে ফিরছি।'
প্রসঙ্গত, এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কারসহ মোট দুটি পুরস্কার জিতে নিয়েছিলো যুবরাজ শামীমের 'আদিম'।
উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে শুরুর দিন থেকেই মস্কোতে উপস্থিত ছিলেন আসিফ। উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে সমস্ত আয়োজনেই অংশ নিয়েছেন তিনি। তার পরিচালিত 'নির্বাণ' এর দুটি শোর অভিজ্ঞতাও দুর্দান্ত।
উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে এই নির্মাতা বলেন, 'উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকা ছবিগুলো নিয়ে মস্কোর দর্শক ও সমালোচকদের অন্যরকম আগ্রহ লক্ষ্য করেছি। আমার দুটি শো ছিলো হাউজফুল। ছবি দেখার পর সাধারণ দর্শক থেকে বোদ্ধা শ্রেণির এতো এতো প্রশংসা পেয়েছি, সেই অনুভূতি বলে বুঝানো সম্ভব নয়।'
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আসিফ বলেন, 'এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।'
আসিফ আরো বলেন, 'এবারের উৎসবে প্রতিযোগিতায় থাকা সবগুলো ছবি দেখেছি। সব বিগ বাজেটের ছবি। কিন্তু পুরস্কার ঘোষণার সময় আউটস্ট্যান্ডিং ইমেজারি বলার পর 'নির্বাণ' ছাড়া অন্য কিছুর নাম মনে আসেনি। মনে হয়েছে আমরা পুরস্কার পাচ্ছি। স্টেজে একাধিকবার 'নির্বাণ'- কে আউটস্ট্যান্ডিং ইমেজারি ছবি বলে মন্তব্য করা হয়েছে। এটা আমার জন্য ভীষণ পাওয়া।'
শুক্রবার রাতে উৎসব শেষে বিজয়ীদের নিয়ে আয়োজকরা বিশেষ ডিনারের ব্যবস্থা করেছেন। আসিফও সেটাতে অংশ নিয়েছেন। সেই ফাঁকে পুরস্কার প্রাপ্তির কথা জানান দিয়েছেন ফেসবুকেও। ডিনার শেষে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার।
চ্যানেল আই অনলাইনকে এসময় নির্মাতা বলেন, ডিনার শেষে আবার বাংলাদেশে ফেরার প্লেন ধরতে যেতে হবে। দেশে ফিরতে শনিবার রাত। আসিফ এসময় উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, 'বাংলাদেশ, আমি পুরস্কার নিয়ে ফিরছি।'
প্রসঙ্গত, এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কারসহ মোট দুটি পুরস্কার জিতে নিয়েছিলো যুবরাজ শামীমের 'আদিম'।