হেসেখেলে জিতলো পাকিস্তান

আপলোড সময় : ২১-০৪-২০২৪ ০৩:০৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৪ ০৩:০৫:৪৬ অপরাহ্ন
রাওয়ালপিন্ডিতে রেকর্ড গড়া ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে মেন ইন গ্রিনরা।

শনিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারিরা। শাহীন শাহ আফ্রিদি আর মোহাম্মদ আমিরদের বোলিং তোপে ৫০ রান তুলতেই হারায় পাঁচ উইকেট। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি কিউই ব্যাটাররা। ৯০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।

দুর্দান্ত স্পেলে আফ্রিদি নেন ৩ উইকেট। এছাড়া আবরার, আমির, শাদাব নেন দু'টি করে উইকেট।

রান তাড়ায় পাকিস্তানের নায়ক মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বরে নেমে অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৫ রানে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করতে নামা ইরফান খান অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রানে।

শেষ পর্যন্ত ১২ ওভার ১ বল খরচ করে ৩ ইউকেট হারিয়ে ৯২ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম পাকিস্তান।


টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০০৯ সালে ওভালে দুই দলের আগের রেকর্ডটি ছিলো ১৯৯ রানের।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩