৪৮-এ মারা গেলেন তামিল তারকা

আপলোড সময় : ৩০-০৩-২০২৪ ০২:৩৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৪ ০২:৩৪:২২ অপরাহ্ন
মারা গেছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার (২৯ মার্চ) বুকে ব্যথার নিয়ে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মধ্যরাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স ৪৮ হয়েছিল বছর।

অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ভক্তরা। তামিল চলচ্চিত্রে শিল্পে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, ড্যানিয়েল বালাজির শেষকৃত্যয়ের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পুরাসাইওয়ালকামের বাসভবনে।

ড্যানিয়েল বালাজি অভিনয় জগতে ভিলেন চরিত্রের জন্য জনপ্রিয়। পরিচালক গৌথম মেনন ও কমল হাসানের 'ভেট্টাইয়াদু ভিলাইয়াদু'- তে অমুধনের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ছবিতে তাঁর আইকনিক ভিলেনের ভূমিকা সকলের নজর কেড়েছিল।

বালাজি। ছবি সংগৃহীতবালাজি। ছবি সংগৃহীত
পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলে বালাজিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'খুবই দুঃখের খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

কমল হাসানের অপ্রকাশিত 'মরুধুনায়গাম'- এ ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে বালাজি তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি রাদিকা শরৎকুমারের 'চিঠি' দিয়ে ছোট পর্দায় পা রাখেন। টেলিভিশন সিরিয়ালে, তিনি ড্যানিয়েলের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে তাঁর স্ক্রিন নাম হয়ে দাঁড়ায় ড্যানিয়েল বালাজি।


২০২২ সালে ড্যানিয়েল 'এপ্রিল মাধাথিল'- এ তাঁর বড় পর্দায় অভিষেক দেয়। এরপর একের পর এক ছবি তাঁর ঝুলিতে আসে। গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার 'কাখা কাখা'র ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ড্যানিয়েল কিছু বিখ্যাত ছবির মধ্যে রয়েছে, 'ইয়েন্নাই অরিন্ধাল', 'আচ্ছাম ইয়েনবধু মাদামাইয়াদা', 'বৈরাভা', 'ভাদা চেন্নাই' এবং 'বিগিল'। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল 'আরিয়াবন' ছবিতে।

তামিল সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি মলয়ালম, তেলেগু ও কন্নড় সিনেমায়ও অভিনয় করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩