রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার দেওয়া হয়েছে ৩ এপ্রিলের টিকিট। ঈদের ১০ দিন আগের টিকিট হওয়ায় চাপ তুলনামূলক কম। রেলের পূর্ব-পশ্চিমাঞ্চল মিলিয়ে ৩২ হাজার ৫০০ টিকিট বিক্রি হচ্ছে।
এবারও শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। কাউন্টার থেকে প্রিন্ট হবে না কোনো টিকিট।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদের দুই-তিনদিন আগে টিকিটের চাহিদা বেশি থাকে। তাই তিন এপ্রিলের টিকিটের চাহিদা তুলনামূলক কম। এবার টিকিট কাটতে সার্ভার জটিলতাও ছিল না।
মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আগাম টিকিটের কালোবাজারি ঠেকাতে এবার অনলাইনে কেনার সময় যাত্রীর মোবাইল ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাবে। ওটিপি ইনপুট দেওয়ার পর টিকিট আসবে।
এদিকে বাসের টিকিট বিক্রি শুরুর দিনক্ষণ নির্দিষ্ট নেই। বাস কোম্পানিগুলো সূত্রে জানা গেছে, আগামী মঙ্গল ও বুধবার বাসের অগ্রিম টিকিট বিক্রিও পুরোদমে শুরু হবে।