বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী আটক রয়েছেন এবং অক্টোবর থেকে পুলিশ হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
একই সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ফলকার টুর্ক। স্থানীয় সময় আজ সোমবার (৪ মার্চ) জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ফলকার টুর্ক বলেন, রাজনৈতিক সংলাপকে উৎসাহিত করে জাতিসংঘ। সেই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির লক্ষ্যে সব মামলার দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে মানবাধিকার আইনজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতাদের হয়রানির জন্যে বিচার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ আছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ফলকার টুর্ক। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যতা রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ফলকার টুর্ক। স্থানীয় সময় আজ সোমবার (৪ মার্চ) জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ফলকার টুর্ক বলেন, রাজনৈতিক সংলাপকে উৎসাহিত করে জাতিসংঘ। সেই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির লক্ষ্যে সব মামলার দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে মানবাধিকার আইনজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতাদের হয়রানির জন্যে বিচার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ আছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ফলকার টুর্ক। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যতা রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানান তিনি।